বুধবার , ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৯ই শাবান, ১৪৪৭ হিজরি

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে হামলার প্রতিবাদে নবীনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ হেফাজত ইসলামের ডাকা আন্দোলনের সময় পরিকল্পিতভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত সাংবাদিক ও প্রেস ক্লাবের সভাপতি নবীনগরের কৃতি সন্তান রিয়াজ উদ্দিন জামির উপর দুষ্কৃতীকারীদের হামলার প্রতিবাদে নবীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার (১/৪) বিকালে উপজেলা প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি সঞ্জয় সাহার সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো: হুমায়ুন আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবুল, খান জাহান আলী চৌধুরী, সহ সম্পাদক মোঃ খায়রুল এনাম, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সায়্যিদ আহমদ রাফি, অর্থ ও দপ্তর সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মনির হোসেন, সদস্য কাওছার আলম ভুইয়া অপু, সাহেদ আহম্মেদ সৌরভ, ইকবাল হোসেন, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল তুষার , আনোয়ার, আরিফুল ইসলাম, শুভ আহমেদ রাজু ও অনিক প্রমুখ। বক্তারা বলেন, প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি সহ জেলায় কর্মরত সাংবাদিকদের উপর বর্বোরচিত ও ন্যাক্কারজনক হামলাকারী যেই হোক তাদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান । তারা আরো বলেন, এই আন্দোলনের শিকার কেন প্রেসক্লাব ও সাংবাদিকরা হবে , কেন ব্রাহ্মণবাড়িয়ায় ধংসাস্তুপে পরিনত হবে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি করেন নবীনগর উপজেলা প্রেসক্লাব।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।