আজ গল্প বলবো হার না মানা এক তরুণের, সবসময় আমরা সফলতার গল্পটাই দেখি, কিন্তু সফলতার পিছনের গল্পটা কেউ জানতে চাই না। তাই আজ শুরু করব ব্যর্থতার গল্প দিয়ে। একটা মাহমুদুল হাসান এলেন, তার আজ(AAZ) ও সফলতার পথে যাওয়ার গল্প। সময়টা ২০১৮, সে তখন বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্র। তার ইচ্ছা নিজে কিছু করার, সকাল নয়টা – বিকাল পাঁচটা কখনোই ভালো লাগে নি। নিজে কিছু করতে হবে, নিজের একটা বিজনেস থাকবে। এই ভাবনা থেকেই কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হয়েও তিন বন্ধু মিলে শুরু করল আজ (AAZ)। তারা ছিল এলেন, আবির আর জিয়াদ, তিনজনের নামের প্রথম অক্ষরে আজ(AZZ). শুরু হলো তাদের নিজের ব্যবসা ও পথচলা। প্রথমে শুরু করে চায়না থেকে প্রোডাক্ট এনে দেশে বিক্রি করা। খুব সামান্য পুঁজি নিয়ে তারা প্রোডাক্ট ও নিয়ে আসলো। কিন্তু সমস্যা হলো কিছু তেই তারা প্রোডাক্ট গুলো আর বিক্রি করতে পারে না। কারন এখনো তাদের সম্পর্কে কেউ ভালভাবে জানে না এবং চিনে না। এভাবে প্রায় ৩ মাস শেষ হয়ে গেল কিন্তু কোনো প্রোডাক্ট বিক্রির দেখা নেই। এক পর্যায়ে তো বাকি দুই জন হাল ছেড়েই দিল AAZ এর এবং নিজেকে গুটিয়ে নিলো।কিন্তু স্বপ্নবাজ এলেন হাল ছাড়েনি, তার স্বপ্ন তাকে পূরণ করতেই হবে। এক সময় সে সুন্দর প্লান সাজালো এবং সঠিক মার্কেটিং কৌশলে সব গুলো প্রোডাক্ট বিক্রি করে ফেললো। কিন্তু সেটা মোটেই সহজ ছিলো না, তাকে ঘুরে বেড়াতে হয়েছে নানা জায়গা,কথাও শুনতে হয়েছে অনেকের। অনেকে তো বলেই ফেললো, “তোমার দ্বারা এটা হবে না”। কিন্তু যার মনে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন তাকে কি আর এই কথায় থামানো যায়?! না যায় নাহ। এলেনকেও থামানো যায়নি, সে পেরেছে এই ছোট চেষ্টা থেকে যখন ভাল ফলাফল পাওয়া গেল, তখন তার মনের আত্নবিশ্বাস আরও বেড়ে গেল।নতুন ভাবে শুরু করার অনুপ্রেরণা পেল। এরপরে সে আর বাইরের প্রোডাক্ট নিয়ে কিছু করেনি। ইচ্ছা নিজের দেশের পণ্য নিয়েই কিছু করবে। গড়ে তুলবে নিজের ব্র্যান্ড। এভাবেই শুরু। আস্তে আস্তে গড়ে তুলেছে নিজের ব্র্যান্ড। যেখানে সে সব সময় তার কাস্টমারদের সেরা পণ্যটি দিয়েছে। নিজের পণ্য কে করেছে সবার থেকে আলাদা। কোয়ালিটি তে কখনোই সে ছাড় দেয়নি। তার বিশ্বাস, “মানুষ এখনো ভালো প্রোডাক্টস চায়। যখন আপনি তাদের ভাল কিছু দিবেন তখন তারাই আপনাকে খুঁজে নিবে” আর জীবনে যে কোনো কাজে লেগে থাকা টা জরুরী। লেগে থাকলে সফলতা এক সময় অবশ্যই ধরা দিবে। ঠিক তেমনি লেগে থাকার জন্যই এলেন আজ সফল। দশ হাজারের বেশি কাস্টমার ছড়িয়ে আছে সাড়া বাংলাদেশে এবং প্রতিনিয়ত ভাল কোয়ালিটির পন্য পাচ্ছে তারা। এলেন এই দশ হাজারের বেশি কাস্টমারের বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। একজন তরুণ উদ্দোক্তা হিসাবে এলেন আজ সফলতার পথে। তার এখন লক্ষ্য ও স্বপ্ন নিজের দেশে অন্যতম একটা মেনস ফ্যাশন ব্র্যান্ড হবে নাম ” AZZ”। কম মূল্যে সেরা পণ্য পৌঁছে দিতে চান দেশের মানুষের কাছে। একজন CSE ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়েও যদি উদ্দোক্তা হতে পারে তাহলে চাইলে এবং শ্রম দিলে সবই সম্ভব। সেটাই আরও একবার প্রমান করেছে এলেন। দেশের তরুণরা এগিয় যাবে,স্বপ্ন দেখবে,স্বপ্ন দেখাবে। এলেনের এই হার না মানার গল্প থেকে অনুপ্রেরণা পাবে হাজারো তরুণ। নিজেকে দক্ষতার সাথে গড়ে তুলবে,শুরু করবে নিজের ব্যবসা, সম্প্রসারণ হবে কাজের ক্ষেত্র। সঠিক প্লান, সঠিক লাইফ গোল ফিক্সড করো যে কেউ নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই কাজ করুন,কাজ শিখুন,সফলতার হাসিতে নিজেকে জড়িয়ে রাখুন।
#CBALO/আপন ইসলাম