ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর গ্রামে লিমা আক্তার(১৬) নামে এক স্কুল ছাত্রী বিষ খেয়ে আত্নহত্যা করেছে। গত সোমবার দিবাগত রাতে বাড়ির সবার অলক্ষ্যে শসা ক্ষেতের পোকা দমণের বিষ খেয়ে ফেলে লিমা। শবেবরাত রাতে সবাই ধর্মীয় কাজে ব্যস্ত ছিল বলে জানা যায়। ঘটনার পরপরই তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গত মধ্যেরাতে তার মৃত্যু হয়। লিমা আক্তারের পিতা শরাফত আলী ফকির জানান, মেয়ের আত্মহত্যার কারণ জানা নেই। সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
#CBALO/আপন ইসলাম