বুধবার , ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৯ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

পঞ্চগড়ের আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৯ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের “ বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা(পার্বত্য চট্রগ্রাম ব্যতিত)” শীর্ষক কর্মসুচির আওতায় ২০২০- ২১ অর্থ বছরে আটোয়ারী উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উপজেলা পরিষদ হলরুমে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। অনুষ্ঠানের প্রধান অতিথি পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে পরামর্শ ও উপদেশমুলক বক্তব্য রাখেন এবং শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, উপজেলা প্রকৌশলী মোঃ জাকিউল আলম ও রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ। উল্লেখ্য যে, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৫৯ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে ২লক্ষ ৭৮ হাজার টাকা ও ৫৬জন শিক্ষার্থীর মাঝে ১,৭৪০/- টাকা মূল্যের শিক্ষা উপকরণ প্যাকেজ যার মধ্যে রয়েছে – স্কুল ব্যাগ ১টি,কাঠ পেন্সিল ১ডজন, কলম ১ডজন, জ্যামিতি বক্স ১টা, হাত ধোয়া সাবান ৩টা, মাস্ক ১বক্স, খাতা ৬টা।

 

#CBALO/আপন ইসলাম

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।