বুধবার , ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৯ই শাবান, ১৪৪৭ হিজরি

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ঝালকাঠিতে শিক্ষকদের কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ঝালকাঠিতে শিক্ষকদের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ মার্চ) সকাল ১০টায় সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ঝালকাঠির হলরুমে ৩৭টি প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকদের নিয়ে এ কর্মশালায় সভাপতিত্ব করেন ঝালকাঠি টিএসএসসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ নীল রতন দত্ত।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রকৌশলী মোঃ রুহুল আমিন। বক্তব্য রাখেন, ঝালকাঠি টিএসসি’র চীফ ইন্সট্রাক্টর আতিকুর রহমান। কর্মশালা সঞ্চালনা করেন ইন্সট্রাক্টর মো: শহিদুল ইসলাম। কর্মশালায় উপবৃত্তি সংক্রান্ত ডাটা সফ্টওয়্যারের মাধ্যমে প্রেরণের ডেমো প্রদর্শন ও উপস্থাপন করেন কম্পিউটার টেকনোলজির জুনিয়র প্রশিক্ষক মোঃ রবিউল হোসেন।

কর্মশালায় ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ও এইচএসসি(ভোকেশনাল) এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের  উপবৃত্তি কার্যক্রম পরিচালনার জন্য এমআইএস সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি প্রকৌশলী মোঃ রুহুল আমিন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকদের নানা রকম প্রশ্ন ধৈর্য্য ধরে শোনেন  এবং সুন্দরভাবে উত্তর দেন । তিনি বলেন, উপবৃত্তি সংক্রান্ত কাজ অধিকতর গুরুত্ব দিয়ে সুনিপুনভাবে  সম্পন্ন করতে হবে। যাতে উপবৃত্তি প্রাপ্য কোন শিক্ষার্থী বাদ না পড়ে এবং অযোগ্য শিক্ষার্থী যেন উপবৃত্তির আওতায় না আসে। ঝালকাঠি টিএসসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ  নীল রতন দত্ত উপস্থিত সকল শিক্ষকদের কর্মশালা সংক্রান্ত দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি সকলকে যত্নসহকারে এমআইএস সফটওয়্যার বিষয়ক কাজ করার জন্যে পরামর্শ প্রদান করেন।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।