বুধবার , ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৯ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে গ্রামীণ রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

পঞ্চগড়ের আটোয়ারীতে ১৭১৫ মিঃ গ্রামীণ কাঁচা রাস্তা ও পুকুর খনন সহ ঘাটলা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ মার্চ) দুপুরে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান-এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধাইধাই পাড়া আর এন্ড এইচ হতে সুখ্যাতি মসজিদ পর্যন্ত ১১১৫ মি: রাস্তা পাকা করণ কাজ ফলক উম্মোচন করে শুভ উদ্বোধন করেন। যার নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ৯৩,৫৮,০০০/- টাকা। কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান ঠাকুরগাঁওয়ের মেসার্স তন্ময় এন্টারপ্রাইজ। পরে উপজেলার রাখালদেবী হতে দক্ষিণ বামনকুমার জিপিএস ৬০০মি: রাস্তা , যার ব্যয় ধরা হয়েছে ৪৭,৩৮,৪০৭/- টাকা, ঠিকাদারী প্রতিষ্ঠান ঠাকুরগাঁও জেলার শিবগঞ্জের মোসার্স জিয়া বীজ ভান্ডার এবং উপজেলার ছোটদাপ তাহফিজুল কুরআন এতিমখানা মাদরাসার পুকুর খনন ও ঘাটলা নির্মাণ কাজ ফলক উম্মোচন করে শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান -এমপি।

 

পুকুর খনন ও ঘাটলা নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ৪৩,০৯,৭৪৫/- টাকা। এর ঠিকাদারী প্রতিষ্ঠান ঠাকুরগাঁও জেলার রহিমানপুরের রবিন ট্রেডার্স।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, উপজেলা প্রকৌশলী মোঃ জাকিউল আলম, উপ-সহকারী প্রকৌশলী আজমল হক খান,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলূল করিম, সাজ্জাদ সেলিম , উপজেলা প্রকৌশল দপ্তরের অন্যান্য কর্মচারী, উপজেলা আওয়ামীলীগ ও অংগ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী সহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়ন হচ্ছে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে গ্রামগুলো শহরে রুপান্তিরিত হবে ইনশাল্লাহ ।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।