ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১০ নং জাবরহাট গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ মৃত ফজিল উদ্দীনের ছেলে মোঃ আব্দুল রহিম কে হাতে লাঠি সোটা, লোহার রড, ধারালো ছোরা, রামদা,চাইনিজ কুড়াল ইত্যাদি দিয়ে বেআইনী ভাবে মোঃ আব্দুল রহিম কে চলাচল রাস্তার জমিতে অনধিকার প্রবেশ করে আব্দুল রহিম কে রাস্তা মাপযোগ করার কাজে বাঁধা নিষেধ করে তখন আব্দুল রহিম বাঁধা না মানলে তাকে বেআইনী ভাবে মারধর করে ,, আব্দুল রহিম ও তার পরিবার একটি এজাহার দায়ের করেছে বর্তমানে পীরগঞ্জ উপজেলা হাসপাতালে ভৃতি আছেন,, তিনি ৫/৬ জনের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেছেঃ( ১) মোঃ সাইদুল (৪০) ২,, মোঃ আবেদ আলী(৫০) ৩,, মোঃ জিয়া(৩৫) পিতাঃ পিতা,মৃত মোঃ দলিম উদ্দীন,,৪,,, এসেসান আলী(৫৫) পিতাঃ মৃত সলিম উদ্দীন,,৫, মোঃ সিরাজুল ইসলাম(৪০) পিতাঃ মজিদ সরকার,,৬,, মোঃ মজিদ সরকার দোকানী(৫৮) পিতাঃ মৃত, তসির উদ্দীন,,৭,,মোঃ মোজা,(৫২) পিতা মৃত, মুকমেল আলী,,৮,, মোঃ ইব্রাহিম(৫৫) পিতা মৃত করিমুল হক,,৯,,মোঃ রওশন আলী (৩৫) পিতা মৃত, হামিদুল রহমান,,১০,,মোছাঃ রিনা বেগম,(২৫) স্বামী, মোঃ রওশন আলী,,১১,, মোছাঃ মুনছুরা বেগম,(৪৫) স্বামী মোঃ ইব্রাহিম মিস্ত্রি,,১২,,মোছাঃ বেলী বেগম(৩৫) স্বামী, মোঃ সাইদুল রহমান,,১৩,, মোছাঃ আছিয়া বেগম(৪৫) স্বামী, মোঃ আবেদ আলী,,১৪,,মোছাঃ সালেহা বেগম/বিলি পাগলী(৫০) স্বামীঃ মৃত দলিম উদ্দীন,,১৫,,মোছাঃ হিরা আক্তার(৩৮) স্বামী মোঃ বাবুল, ১৬,, মোছাঃ বিলকিস বেগম,,(৪০) পিতাঃ মৃত দলিম উদ্দীন,১৭,,মোছাঃ শামসুল নাহার(৪০) পিতাঃ মৃত সলিম উদ্দীন,, ১৮,, মোছাঃ সলেমা বেওয়া(৪৫) স্বামী মৃত হামিদুল ইসলাম,,১৯ মোছাঃ রাবিনা বেগম,,(৪০) স্বামী মোঃ এহেসান আলী,,২০,, মোছাঃ রিনি আক্তার(১৯) পিতা মোঃ রওশন আলী সবার গ্রাম ১০ নং জাবরহাট ইউ,পি, থানাঃ পীরগঞ্জ, ঠাকুুরগাঁও, আসল সম্পত্তি আব্দুল রহিমের পিতার রেকর্ড মুল সম্পত্তি,, অপরোক্ত আসামীরা সম্পত্তি জোর পূর্বক বল প্রয়োগে জবর দখলের চেষ্টা করে তারা হালচাষাবাদ করিতে আসতেছে । সেই বিষয়ে আসামীদের বার বার বলা হলেও তাহারা কোন পদক্ষেপ গ্রহণ করে না,, আসামীরা অত্যান্ত দুর্দান্ত প্রকৃতির হওয়ায় আব্দুল রহিম ন্যায় বিচারের স্থার্থে স্থানীয় ইউ,পি চেয়ারম্যানের বরাবর অভিযোগ দায়ের করে,,, আসামীরা কোন পদক্ষেপ গ্রহণ করে নাই। ঘটনা বিবরণ এই যেঃ ২৭/৩/২০২১ তারিখ সকাল ১১ টার সময় আব্দুল রহিম ও তাহার ছোট্ট ভাই মোঃ আব্দুল রউফ এবং ইউ,পি সদস্য মোঃ সারো সহ অনেকেই জমি সংলগ্ন চলাচল রাস্তার মাপার জন্য যায়,,, সে সময়ে আসামীগণ সেখানে জানিতে পেরেছে তারা একজোট হয়ে একই উদ্দেশ্য হাতে লাঠি সোটা, লোহার রড, ধারালো ছোরা, রামদা,চাইনিজ কুড়াল ইত্যাদি লইয়া বেআইনী ভাবে মোঃ আব্দুল রহিম কে ব চলাচল রাস্তার জমিতে অনধিকার প্রবেশ করে তখন তাদের পরিবার কে দেদারসে মারধর করে।
#CBALO/আপন ইসলাম