পাবনার ভাঙ্গুড়ায় রেল ব্রীজের দক্ষিণ পাশে ফাতেমা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর দ্বিতীয় শাখা উদ্বোধন করা হয়েছে। গতকাল সন্ধা ৭টায় এ শাখা উদ্বোধন করা হয় । উক্ত শাখাটি উদ্বোধন করেন,পাবনা-৩ এর সংসদ সদস্য পাবনা জেলা আওয়ামীলিগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এম পির ছোট সন্তান ভাংগুড়া উপজেলা যুবলীগের নেতা মোঃ ইবনুল হাসান শাকিল। উদ্বোধন শেষে যুবলিগ নেতা শাকিল শাখাটির সফল্য কামনা করেন। জানা যায় পাটুলীপাড়া খন্দকার পাড়া মোঃ রাসেদুল ইসলাম রিপনের গ্রামের বাড়ি। রিপন দীর্ঘদিন ধরে ইস্টিলের ওয়ার্কশপের ব্যবসা করে আসছে। প্রতিষ্টানের নাম মেসার্স ফাতেমা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখন থেকে পর্দাপন হলো ফাতেমা থাই এন্ড ইস্টিলের ।
উদ্বোধন কালে উপস্হিত ছিলেন পাবনা জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলিগের সাংগঠনিক সম্পাদক মোঃ আসলাম আলী,ভাঙ্গুড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম হাফিজ রন্জু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ইমরান হাসান আরিফ, ভাংগুড়া থানার উপ-পরিদর্শক এস আই মোঃ মোঃ মোদাচ্ছের হোসেন। এবিষয়ে মোঃ রাসেদুল ইসলাম রিপন চলনবিলের আলোকে বলেন আমি অনেক দিন যাবৎ ওয়ার্কশপের ব্যবসা চালিয়েে আসছি তাই ব্যবসা বাড়াতে নতুন একটি প্রতিষ্টান করলাম আমি সবার কাছে সহযোগিতা ও দোয়া চাইছি যেন প্রতিষ্টানটি আরো প্রসার করতে পারি। সর্বশেষ দোয়া ও মোজানাত করে সবাইকে মিষ্টি মুখ করান।
#CBALO/আপন ইসলাম