“স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নশীল বাংলাদেশ” এই বিষয়কে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৭ মার্চ দুইদিন ব্যাপি উন্নয়ন মেলা শুরু হয়েছে। এসময় দুইদিন ব্যাপি উন্নয়ন মেলা উদ্ধোধন করেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যার মোঃ তানভীর ইসলাম।
উপজেলা পরিষদ মাঠে আয়োজিত দুইদিন ব্যাপি উন্নয়ন মেলায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফুয়ারা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা রোখসানা কামরুনাহার, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: হাফিজুর রহমান। উদ্ধোধন অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ।
এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, আটঘরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা, সাংবাদিক সমিতির যুগ্ন সম্পাদক ফজলুর রহমান খান, সাংবাদিক নুরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহরিনা জাহান, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মতিয়ার রহমান, মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন, একাডেমিক নসুপারবাইজার শিপ্রারানী মন্ডল, শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। দুইদিন ব্যাপি উন্নয়ন মেলায় মোট ৪০টি স্টল বসানো হয়েছে। অনুষ্ঠান শুরুতেই কোরআন তেলোওয়াত করেন ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা বেলাল হোসেন। ২৭-২৮মার্চ দুইদিন ব্যাপি এই মেলা চলবে।
#CBALO/আপন ইসলাম