বুধবার , ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

মহান স্বাধীনতা দিবস , আজ ৫০ বছরের বাংলাদেশ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের পর শোকার্ত বাঙালি কিন্তু মোটেও ভেঙে পড়েনি; বরং উল্টোটা ঘটেছিল। শোক পরিণত হয়েছে শক্তিতে; পশ্চিমা শাসকগোষ্ঠীকে রুখে দাঁড়ানোর দৃপ্ততা এনে দিয়েছে; স্বাধীনতার তৃষ্ণা হয়েছে প্রবলতর; স্বজনহারানোর তীব্র ব্যথা তীব্রতর প্রত্যাঘাতের নেশায় রক্তে বাণ তুলেছে। হালের লাঙল ফেলে তাই কিষাণ মজুরও হাতে তুলে নিয়েছে অস্ত্র, নাম লিখিয়েছে যুদ্ধে। ২৫ মার্চ রাতে নৃশংস গণহত্যার শিকার পূর্ব বাংলার জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণায় সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। ৯ মাস ধরে চলা প্রাণক্ষয়ী যুদ্ধের পর বিশ্বের মানচিত্রে উদয় হয় নতুন এক রাষ্ট্র- স্বাধীন ও সার্বভৌম ৫৬ হাজার বর্গমাইলজুড়ে ওড়ে লাল সবুজের বিজয় নিশান।রক্ত খচিত সেই ইতিহাসের অমোচনীয় একটি দিবস আজ। আজ ২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস; আমাদের জাতীয় দিবস। যারা দেশের জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়ে যুদ্ধ করেছেন একাত্তরে, সেসব বীর যোদ্ধাদের আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে জাতি। এবারের স্বাধীনতা দিবসকে বিশেষ তাৎপর্যময় করে তুলেছে এর সুবর্ণজয়ন্তী।

মহান স্বাধীনতা দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে পুরো সিরাজগঞ্জ জেলা সেজে উঠেছে লাল সবুজ আলোক-সজ্জায়। সরকারি ভবন, বিভিন্ন সড়ক ও এর দ্বীপগুলো সাজিয়ে তোলা হয়েছে জাতীয় পতাকায়। সঙ্গে শোভা পাচ্ছে বর্ণিল আলোর ছটাও।

একটি একটি করে স্বাধীনতা অর্জনের ৫০টি বছর পার করেছে বাংলাদেশ। স্বাধীনতার অর্ধশতকে এ অন্য এক বাংলাদেশ। স্বনির্ভর এক জাতি। এই বাংলাদেশ, বিশ্ব দরবারে মাথা উঁচু করে বেঁচে থাকার বাংলাদেশ। এই বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় স্থান করে নিয়েছে। বিশ্ব নেতাদের কারও কারও মতে, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ‘তেজি ষাঁড়’, কারও মতে, ‘উন্নয়নের রোল মডেল, কারো মতে, অফুরন্ত সম্ভাবনার এক দেশ।

এ সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে এবার বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ তাড়াশে প্রধান অতিথি হিসাবে আসছেন মানোনীওয় সংসদস‍্য সিরাজগঞ্জ ৬৪-৩ ডঃ আজিজ সাহেব আরও উপস্থিত থাকবেন সাবেক সংসদস‍্য ম,ম আমজাদ হোসেন মিলন এবং তাড়াশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন বক্তব্য দেবেন।

এ বাণীতে বলেন, স্বাধীনতার কাঙ্কিত লক্ষ্য অর্জনে জনমুখী ও টেকসই উন্নয়ন, সুশাসন, সামাজিক ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পরমতসহিষ্ণুতা, মানবাধিকার ও আইনের শাসন সুসংহত করতে হবে।  এ জন্য সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ বছর জাতি উদযাপন করছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এ উপলক্ষে দেশে ও প্রবাসে বসবাসরত সব বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডঃ আজিজ সাহেব।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।