খাগড়াছড়ির রামগড়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে নানা আয়োজনের মাধ্যমে তাদের স্মরণ করেছে উপজেলার সর্বস্তরের মানুষ।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ দোয়া-প্রার্থনা,উপজেলা পরিষদ টাউন হলে বিশেষ আলোচনা সভা,আলোকচিত্র প্রদর্শন,বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান এবং সন্ধ্যায় মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করা হয়।রামগড় লেক প্রাঙ্গনে “বিজয় ভাস্কর্যে” পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে রামগড় উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,রামগড় উপজেলা আওয়ামীলীগ এবং এর অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ,রামগড় থানা, বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সকাল ৮টায় রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মু. মাহমুদ উল্যাহ মারুফ ও থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: শামসুজ্জামান।
এরপর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসের দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত থেকে সালাম গ্রহন করেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা।
এদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে রামগড় উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুরো দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।বিজয় ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পন শেষে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
#CBALO/আপন ইসলাম