বুধবার , ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৯ই শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জলন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামের ১৩৫জন শহীদের স্মৃতি বিজড়িত বধ্যভুমি মরার ভিটায় শহীদদের স্মরনে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্জলন করা হয়েছে।
২৫ মার্চ রাতে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের যৌথ আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর শুরুতেই শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে শহীদদের স্মরনে ফুলের শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্জলন করেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাষ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুর রহমান প্রিন্স, ওসি মোঃ আফজাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন, ইউপি চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার, গোলাম হাফিজ মৃধা, সাবেক উপজেলা সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা ইসমাত হোসেন রাসু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব, খাদ্য কর্মকর্তা অশোক কুমার চৌধরীসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।
উল্লেখ্য ১৯৭১ সালের ১৮ মে পাকসেনারা স্থানীয় রাজাকারদের সহায়তায় হরহর গ্রামের মরার ভিটায় একই দিনে ১৩৫ জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পেরিয়ে গেলেও সেখানে শহিদদেও স্মরনে আজও কোন স্মৃতি স্তম্ভ নির্মিত হয়নি। এমনকি হত্যাযজ্ঞের সাথে স্থানীয় কয়েকজন যুদ্ধপরাধী প্রত্যক্ষভাবে জড়িত থাকলেও তাদের এখনও বিচারের আওতায় আনা হয়নি।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।