নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোল প্লাজায় চেকপোস্ট বসিয়ে ট্রাক বোঝাই ৮৬ মণ জাটকা জব্দ করেছে সদর নৌ-থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে এ অভিযানে আটক করা হয়েছে ট্রাকের চালক ও হেলপারকে। আটককৃতরা হলো, ট্রাক চালক মোঃ মিলন ও হেলপার মোঃ আরিফ।
জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে বরগুনার আমতলী থেকে ট্রাকে করে ঢাকায় জাটকা পরিবহন করার খবর পেয়ে একটি ট্রাকে অভিযান চালিয়ে প্লাস্টিকের ড্রামে থাকা ৮৬ মণ জাটকা ইলিশ জব্দ ও চালকসহ হেলপারকে আটক করা হয়। এছাড়াও প্রয়োজনীয় কাগজ না থাকায় ট্রাকটিকেও জব্দ করা হয়েছে। বেলা ১১ টার দিকে মৎস্য অধিদফতরের কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত জাটকা ইলিশ বিভিন্ন মাদ্রাসা বোডিং, এতিমখানা এবং দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। পাশাপাশি আটক চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
#CBALO/আপন ইসলাম