সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃহস্পতিবার সকাল ১১টায় বগুড়া-নগরবাড়ী মহাসড়ক এন-৫ এর ১৫৩ তম কিঃ মিঃ শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড ও ১৫৯ তম কিঃ মিঃ বোয়ালিয়া বাজারে দুইটি স্থানে ফুটওভার ব্রীজ প্রায় ৪.৬৭ কোটি টাকার নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন এর শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। উদ্বোধন শেষে উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উল্লাপাড়া আর্দশ স্কুল প্রাঙ্গনে সুধীজন ও ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে ফুটওভার ব্রীজের এবং করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি জনাব ফয়সাল কাদের রুমি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সলপ ইউপি চেয়ারম্যান শওকাত ওসমান প্রমুখ।
#CBALO/আপন ইসলাম