প্রেমিকের সাথে অভিমান করে স্কুল ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছ। জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী রামশীল গ্রামের কাঠমিস্ত্রি রিপন বালার মেয়ে ও রামশীল স্কুলের দশম শ্রেনীর ছাত্রী নমিতা বালার (১৫) সাথে একই এলাকার নির্জন চৌধুরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্কুল ছাত্রী নমিতা বালার মা মিতু বালা জানান, বৃহস্পতিবার বিকেলে একই এলাকার বখাটে যুবক নির্জন চৌধুরী আমার মেয়ে নমিতা বালার সাথে দেখা করতে আসে। দীর্ঘ সময় নমিতা বাড়ি না আসায় আমার ছোট ছেলে হৃদয় বালা ও মিলন বালাকে দিয়ে ডাকতে তারা গিয়ে দেখতে পায় নমিতার সাথে নির্জনের সাথে ঝগড়া চলছিল।নির্জন ঝগড়ার ঘটনা কাউকে না বলার জন্য নমিতার ছোট ভাই হৃদয়কে হুমকি দেয়। এতে করে প্রেমিক নির্জন চৌধুরীর উপর অভিমান করে প্রেমিকা নমিতা বালা ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন নমিতা বালাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজু বিশ্বাস তাকে মৃত ঘোষনা করে। এঘটনায় গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদার, আগৈলঝাড়া থানা ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসআই মনিরুজ্জামান বৃহস্পতিবার রাত ৯টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যান।
#CBALO/আপন ইসলাম