রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনাসভা, চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ অডিটরিয়মে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১সনে ২৫মার্চ পাকিস্তান হানাদার বাহিনী রাতের অন্ধকারে দেশের মুক্তিকামি নিরস্ত্র লোকজনকে বর্বরোচিত গণহত্যায় মেতে ওঠে। সেই ভয়াল ২৫মার্চ গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার, মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়াসহ প্রমুখ।

শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আগৈলঝাড়ায় জাতীয় গণহত্যা দিবস পালিত
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১