ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মরহুম জননেতা রফিক উদ্দিন ভূইয়ার ২৫তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষ্যে বুধবার (২৪ মার্চ) বিকালে নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। যুগান্তর স্বজন সমাবেশ নান্দাইল শাখার উপদেষ্ঠা সিনিয়র সাংবাদিক মোঃ এনামুল হক বাবুলের সভাপতিত্বে ও স্বজন সমাবেশের সাধারন সম্পাদক প্রভাষক মাহবুবুর রহমান বাবুলের সঞ্চালনায় মরহুম জননেতা রফিক উদ্দিন ভূইয়ার কর্মবহুল জীবন নিয়ে আলোচনা করেন গাংগাইল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন, সাংবাদিক মনজুরুল হক মনজু, আলোর ভুবন পাঠাগারের সভাপতি মোঃ ফাইজুল ইসলাম, সাংবাদিক মাহমুদুল হাসান পারভেজ, মাহবুব আলম খান, মোঃ রমজান আলী, ডাঃ শাহজাহান ফকির, ব্যবসায়ী আবুল কালাম প্রমুখ। আলোচনা সভাশেষে মোঃ মাহমুদুল হাসান পারভেজ মরহুম জননেতার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। উল্লেখ্য নান্দাইলে জননেতা রফিক উদ্দিন ভূইয়া স্মৃতি সংসদ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান খান গেনুর মৃত্যুতে পুনরায় উক্ত কমিটি পুন:গঠনের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
#CBALO/আপন ইসলাম