বুধবার , ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিশ্বে সামরিক শক্তিতে ৪৫তম বাংলাদেশ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ মার্চ, ২০২১

সামরিক শক্তি সূচকে বিশ্বের ১৪০টি দেশের মধ্যে ৪৫তম অবস্থানে আছে বাংলাদেশ। এ ক্ষেত্রে বাংলাদেশের স্কোর ০.৭৪৭৩। সূচক অনুযায়ী এখন বিশ্বে সামরিক দিক থেকে যুক্তরাষ্ট্রকে হটিয়ে শীর্ষে অবস্থান নিয়েছে চীন। ফলে দ্বিতীয় অবস্থানে চলে গেছে। যুক্তরাষ্ট্র। এর পরেই অবস্থান রাশিয়া, ভারত ও জাপানের। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে এ ক্ষেত্রে শুধু পাকিস্তান আছে ১০ নম্বরে। বাকিরা সবাই আছে বাংলাদেশের অনেক পেছনে। প্রতিবেশী আরেক দেশ মিয়ানমারের অবস্থান ৩৮তম। বিভিন্ন দেশের সামরিক শক্তির নানা দিক জরিপ করে গত রবিবার এ সূচক প্রকাশ করেছে প্রতিরক্ষা সংক্রান্ত ওয়েবসাইট মিলিটারি ডিরেক্ট। সূচক প্রকাশ উপলক্ষে এক প্রতিবেদনে বলা হয়, সামরিক শক্তির এই তালিকা নির্ধারণ করা হয়েছে বিভিন্ন দেশের সামরিক খাতের বাজেট, সক্রিয় ও নিষ্ক্রিয় সেনার সংখ্যা, পদাতিক, বিমানসেনা ও নৌবাহিনীর কর্মীসংখ্যা, গড় বেতন এবং অবকাঠামো ও অস্ত্র গোলাবারুদের মতো বিষয় বিশ্লেষণ করে। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে এই তালিকায় আফগানিস্তান ৭৫, শ্রীলঙ্কা ৭৯, নেপাল ১১৯, ভুটান ১৪০ নম্বর অবস্থানে রয়েছে।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।