পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় স্থায়ী কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ২৪ মার্চ বুধবার সকালে এই কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও ভিত্তি প্রস্তর করেন, বাংলাদেশ আওয়ামী লীগ হান্ডিয়াল ইউনিয়ন শাখার সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রবিউল করিম এমএ, সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, সহ-সভাপতি আলহাজ্ব কাদের সিদ্দিকী, সহ-সভাপতি আলহাজ্ব জয়নুল আবেদীন,বাংলাদেশ আওয়ামী লীগ হান্ডিয়াল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শাহ আলম প্রামানিক, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গাজী কাজী আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, আওয়ামীলীগ নেত দিলীপ ব্রম্মচারী, আফতাব উদ্দিন। আওয়ামী যুবলীগ হান্ডিয়াল শাখার সভাপতি আমিনুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ময়নুর রহমান হীরক, স্বেচ্ছা সেবক লীগ হান্ডিয়াল শাখার সভাপতি আব্দুল মাজেদ জিহাদী সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
উল্লেখ্য, দীর্ঘদিন আওয়ামী লীগ হান্ডিয়াল শাখার কোন নিজস্ব দলীয় কার্যালয় ছিল না। ভাড়াটে রুমে চলত দলীয় কার্যক্রম।
স্বাধীনতার পর হান্ডিয়ালে নিজস্ব স্থায়ী কার্যালয় পেল মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ হান্ডিয়াল শাখা।
#CBALO/আপন ইসলাম