দীর্ঘ ১৫ বছর পর মঙ্গলবার বিকেলে পাবনার ভাঙ্গুড়ায় অনুষ্ঠিত হয়েছে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা। জেলা কমিটির নির্দেশক্রমে এ সভার আয়োজন করা হয়। ভাঙ্গুড়া সাহিত্য সাংস্কৃতিক পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সভার মাধ্যমে স্থানীয় সাংগঠনিক অচলাবস্থার নিরসন ঘটবে বলে আশাবাদী নেতাকর্মীরা। সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অচলঅবস্থা বিরাজ করছে ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রম। নেতৃত্বের পরিবর্তন ঘটেনি, নেই দলীয় কর্মকাণ্ড। মঙ্গলবার বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে প্রাণ ফিরে এসেছে।
এ সভাকে কেন্দ্র করে বিকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মী ও সমর্থকরা পরিষদ চত্বরে সমবেত হন। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নাসির উদ্দিন মাস্টারের সভাপতিত্বে মঙ্গলবার বিকাল ৪ টায় বর্ধিত সভা শুরু হয়। এতে প্রধান অতিথি থাকার কথা ছিল পাবনা-৩ (ভাঙ্গুরা চাটমোহর ফরিদপুর ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এমপি,কিন্তু রাষ্ট্রীয় কাজে বাইরে আছে । উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিউল্লাহ মোল্লার পরিচালনায় সভায় প্রধান বক্তা ইঞ্জিনিয়ার রুহুল আমিন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, পাবনা জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ রফিকুল আলম গাফফারি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, মোঃ আহমেদ শরীফ ডাবলু সভাপতি সেচ্ছাসেবক লীগ, পাবনা জেলা শাখা, ভিপি আব্দুল আজিজ সহ-সভাপতি, স্বেচ্ছাসেবক লীগ, পাবনা জেলা শাখা, মোঃ রফিকুল ইসলাম রুমণ, সহ-সভাপতি, স্বেচ্ছাসেবকলীগ পাবনা জেলা শাখা,মোহাম্মদ নাসিম ফকির, সহ-সভাপতি , মোহাম্মদ নাজমুল আহমেদ ডন যুগ্ম-সাধারণ সম্পাদক, জনাব বাবলু শেখ, যুগ্মসাধারণ সম্পাদক, মোঃ হুমায়ুন কবির পাবেল সাংগঠনিক সম্পাদক, শেখ আলী, সাংগঠনিক সম্পাদক, হাসিবুর রহমান নাসিম, সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা, সরদার আবুল কালাম আজাদ, মোখলেসুর রহমান সাঈদ, ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ইমরান হাসান আরিফ,পৌর ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন পৌর যুবলীগের সভাপতি মোঃ সুমন আলী, সাবেক ছাত্রনেতা, গোলাম মর্তুজা সুজন,মোঃ কামরুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক,ছাত্রনেতা বিপ্লব, হযরত, আমজাদ, রঞ্জু প্রমুখ।
#CBALO/আপন ইসলাম