মঙ্গলবার , ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৮ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ৮০বোতল ফেনসিডিল সহ আটক-২

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

পঞ্চগড়ের আটোয়ারীতে ৮০ বোতল ভারতের নিষিদ্ধ ঘোষিত ফেনসিডিল সহ দুই মাদক কারবারীকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের নির্দেশনায় এসআই দীপেন্দ্র নাথ সিংহের নেতৃত্বে সোমবার (২২ মার্চ ) দিবাগত রাতে পুলিশের একটি টহল দল বের হয়। উপজেলার প্রাণ কেন্দ্র ফকিরগঞ্জ বাজারে টহলরত অবস্থায় রাত প্রায় সোয়া ১২টার দিকে তোড়িয়া নিতুপাড়ার দিক হতে একটি মটরসাইকেল আসতে দেখে পুলিশ ওৎ পেতে থকে। মটর সাইকেলটি ফকিরগঞ্জ বাজারে পৌছালে পুলিশের টহল দল মটর সাইকেল আরোহীদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটকানোর চেষ্টা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় টহলরত পুলিশ দল তাদের ধাওয়া করে ৮০ বোতল ফেনসিডিল, একটি রেজিস্ট্রেশন বিহীন ১৫০ সিসি লাল রংয়ের এ্যাপাচি মটরসাইকেল সহ দুই মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত মাদক কারবারীরা হলো ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার নামাজপড়া এলাকার মোঃ আব্দুল জলিল খান(জুলমত) এর পুত্র মোঃ জাহাঙ্গীর আলম(২২) ও আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের কাটালী কনপাড়া গ্রামের মোঃ আমিনুল ইসলামের পুত্র মোঃ লাবু হোসেন(১৯)। মাদক কারবারীদের আটকের সময় অন্যান্যের মধ্যে এসআই মঞ্জুরুল ইসলাম, এএসআই মিজানুর রহমান,এএসআই ফরহাদ হোসেন সহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন ৮০ বোতল ফেনসিডিল , একটি এ্যাপাচি মটরসাইকেল সহ দুই মাদক কারবারীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ৩৬(১) এর ১৪(গ) ধারায় আটোয়ারী থানায় একটি মামলা রুজু হয়েছে। মামলা নং-০৮, তারিখ: ২৩/০৩/২০২১ইং। আটককৃত মাদক কারবারীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।