শ্রীবরদীতে সরকারি নির্দেশনা অমান্য করে স্কুল খোলা রেখে ক্লাস চালু রাখায় প্লাস শিক্ষা পরিবার ও সীমান্ত শিশু নিকেতন স্কুলকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২২ মার্চ) সকালে শ্রীবরদী শহরের প্লাস পাবলিককে ১০হাজার ও ভায়াডাঙ্গাতে সীমান্ত পরিবার স্কুলকে ৮ হাজার টাকা জরিমানা করেন, শ্রীবরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোহাম্মদ মোশারফ হোসেন । মনজুর আহসান জানান, বৈশ্বিক করোনা পরিস্থিতির নেতিবাচক প্রভাব এড়াতে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। সরকারি এই নির্দেশনা অমান্য করে শ্রীবরদী শহরে গোপনে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হচ্ছে, এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এতে স্কুল খোলা রেখে ক্লাস করানোর দায়ে প্লাস শিক্ষা পরিবার ও সীমান্ত পরিবার স্কুলকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর আওতায় ১৮ হাজার টাকা জরিমানা করে জরিমানার সমস্ত টাকা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।
#CBALO/আপন ইসলাম