যশোর অভয়নগরে নওয়াপাড়া স্টেশন বাজার সার পট্টিতে একাধিক ঘরের জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘটনা স্থলে গিয়ে জানা যায়, গতকাল ২০ মার্চ রাতে দি গোল্ডন ইন্টারপ্রাইজ, একতা ট্রেডিং,গ্লোব ট্রেডার্স, শরিফা ট্রেডিং’র অফিস স্টাফ ও মালিকেরা তাদের অফিস বন্ধ করে চলে যায়।সকালে স্থানীয়রা ৪ টি ঘরের জানালা, সাটার, গ্রিল ভাঙ্গা পায়। তবে সংবাদ সংগ্রহকালে মালিক পক্ষের কেউ উপস্থিত না থাকায় কি কি খোয়া গেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। এ বিষয়ে ঐ এলাকার নাইট গার্ড কাজী আক্তারের কাছে জানতে চাওয়া হলে সেও কোন সঠিক তথ্য দিতে পারেনি। তিনি বলেন, আমি ভিতর সাইডে ডিউটিতে ছিলাম কখন কিভাবে এ ঘটনা ঘটেছে আমার জানা নেই। এ বিষয়ে একতা ট্রেডিংয়ের স্টাফ ইসমাইল হোসেন বলেন, আমাদের অফিস থেকে কি কি খোয়া গেছে সেটা মহাজন আসলে বলতে পারব। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি মালিকপক্ষ আসার পরে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
#CBALO/আপন ইসলাম