পাবনার ভাঙ্গুড়ায় (২১ শে মার্চ) রবিবার, সচেতন সাহিত্য সংস্কৃতিক পরিষদ আয়োজিত ২৮ তম বইমেলা ও সংস্কৃতি উৎসব ২০২১ অনুষ্ঠিত হবে । অনুষ্ঠানে ১ম দিন (২১শে মার্চ) রবিবার সন্ধা ৬.৩০ টায় প্রধান অতিথির আগমন ও আসন গ্রহণ। ৬.৪০ টায় শুভ উদ্বোধন ও আলোচনা সভা এবং ৮.৩০টায় ম্যাগাজিন অনুষ্ঠান, পরিবেশনায় মিনা নজরুল একাডেমী। রাত ৯.৩০ টায় সঙ্গীতানুষ্ঠান। ২য় দিন (২২ শে মার্চ) সোমবার বিকাল ৫.৩০ টায় স্কুল ম্যাগাজিন, পরিচালনায় গুন ললিতকলা একাডেমী। রাত ৮.৩০ টা সংগীতানুষ্ঠান প্রতিভার অন্বেষণে। ৩য় দিন (২৩ শে মার্চ) মঙ্গলবার সকাল ৯.৩০ টায় শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, সকাল ১১ টায় আবৃত্তি প্রতিযোগিতা, সন্ধ্যা ৬.৩০ টায় স্কুল ম্যাগাজিন ৮.৩০ টায় সংগীতনুষ্ঠান । চতুর্থ দিন (২৪ শে মার্চ) বুধবার সকাল ১০ টায় সংগীত প্রতিযোগিতা বিকেল ৫ টায় স্কুল ম্যাগাজিন, পরিবেশনায় অ্যাডভান্স স্কুল এন্ড কলেজ সন্ধ্যা ৮.৩০টায় সংগীতনুষ্ঠান,এমি আনোয়ার ও তার দল ঢাকা। পঞ্চম দিন (২৫ শে মার্চ) বৃহস্পতিবার সকাল ১০ টায় নৃত্য প্রতিযোগিতা, বিকেল ৫.৩০ টায় ২৫ শে মার্চের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান, পরিবেশনায়,শাহজাদপুর শিল্পী সমন্বয় পরিষদ, রাত ৮.৩০ টায় সংগীতানুষ্ঠান গামছা পলাশ সৌজন্যে, উপজেলা পরিষদ ভাঙ্গুরা পাবনা । ষষ্ঠ দিন (২৬ শে মার্চ) শুক্রবার বিকেল ৫.৩০ টায় আলোচনা অনুষ্ঠানে, স্বাধীনতার ৫০ বছর অর্জন ও অন্তরায়। সন্ধ্যা ৬.৩০ টায় শিক্ষা ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান,পরিবেশনায়, প্রিজম শিক্ষা পরিবার। সপ্তম দিন (২৭ শে মার্চ) শনিবার বিকাল ৪. ০০ টায় বিভিন্ন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা, সন্ধ্যা ৬. ৩০ টায় পুরস্কার প্রদান ও সমাপনী ঘোষণা। এবং রাত ৮.৩০ টায় তারকা শিল্পী লিজার সংগীতানুষ্ঠান। সৌজন্যে, মোঃ গোলাম হাসনাইন রাসেল মেয়র ভাঙ্গুড়া পৌরসভা, পাবনা। অনুষ্ঠানটি ব্যবস্থাপনায় থাকবেন নাসির আহমেদ সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক সচেতন সাহিত্য সংস্কৃতিক পরিষদ ও মোঃ তসলিম হোসেন সরকার সহ সাহিত্য সংস্কৃতিক সম্পাদক সচেতন সাহিত্য সংস্কৃতিক পরিষদ এবং সহযোগিতায় স্কয়ার।
#CBALO/আপন ইসলাম