পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এউপলক্ষে গতকাল সন্ধায় চাঁদভা ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদভা ইউনিয়ন আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি মো: আশরাফুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি ও পৌর মেয়র মো: শহিদুল ইসলাম রতন।
সাধারন সম্পাদক আবু হামিদ মোহাম্মদ মোহাঈমিনুল হোসেন চঞ্চল, আটঘরিয়া পৌর আওয়ামীলীগে যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, আহসাউল্লাহ, পৌর ছাত্র লীগের সাধারন সম্পাদক খাইরুল হাসান নাসিম, চাঁদভা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মান্নান, সাধারন সম্পাদক মুকুল হোসেন সাবান প্রমূখ। উপস্থিত ছিলেন উপজেলা কাউন্সিল নিরোদ কর্মকার নিরু। শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
#CBALO/আপন ইসলাম