পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার ( ২০ মার্চ) সকালে আটোয়ারী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী। সভার শুরুতে সভাপতি উপস্থিত সদস্যদের সাথে কুশলাদী বিনিময় করেন এবং মহামারী করোনা সংক্রমন কালে পরিবারের সদস্যদের খোজখবর নেন। সাধারণ সম্পাদক জাহেরুল ইসলামের সঞ্চালনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণমুলক আলোচনা, প্রেসক্লাবের উন্নয়ন , করোনাকালে সাংবাদিকদের করনীয় এবং করোনা ভ্যাক্সিন গ্রহনে উদ্বুদ্ধকরণ সহ বার্ষিক বনভোজনের আয়োজন সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় অন্যদের মধ্যে পরামর্শমুলক বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি শাহীনুর ইসলাম শাহীন, যুগ্ম সম্পাদক লিহাজ উদ্দীন, ক্রীড়া সম্পাদক আব্দুর মজিদ, তথ্য বিষয়ক সম্পাদক আব্দুল করিম,কোষাধ্যক্ষ মোঃ হাফিজুল ইসলম, দপ্তর সম্পাদক সুজন কলি, প্রচার সম্পাদক আলমগীর হোসেন,সদস্য মাওঃ সোলাইমান আলী ,সায়মন আক্তার সুমন প্রমুখ।
#CBALO/আপন ইসলাম