মঙ্গলবার , ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৮ই শাবান, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে স্বপ্নবৃত্ত’র উদ্যোগে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২০ মার্চ, ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবৃত্ত’র উদ্যোগে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করা হয়েছে। আজ শনিবার রাজশাহী মেডিকেল কলেজ মাঠে এসব বিতরণ করা হয়। প্রতিষ্ঠাতা ও সভাপতি জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম এর নেতৃত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কালের কন্ঠের রাজশাহী ব্যুরো প্রধান ও আরইউজের সভাপতি রফিকুল ইসলাম। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ পরিসংখ্যান বিভাগের প্রভাষক পারভেজ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-রাজশাহী রাজপাড়া থানার সাব-ইন্সপেক্টর রাজিউল ইসলাম, অফিসার্স ইনচার্জ মাহবুব ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনাটির প্রধান উপদেষ্টা ও শাহমখদুম কলেজ হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. সাখাওয়াত হোসেন, বিশিষ্ট সমাজসেবী রোকেয়া বেগম, সাংবাদিক মো. সালাউদ্দিন,রাজপাড়া থানার প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং সংগঠনটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বপ্নবৃত্ত’র সহ সভাপতি মো. শাহিনুর ইসলাম।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।