মঙ্গলবার , ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৮ই শাবান, ১৪৪৭ হিজরি

দুইদিনব্যাপী ‘আদিবাসী যুব ফোরামের’ সম্মেলন শুরু

প্রকাশিত হয়েছে- শনিবার, ২০ মার্চ, ২০২১
অধিকার আদায়ে নিবেদিত প্রাণে মিলি সবে আদিবাসী যুব সম্মেলনে’ এই প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে আজ শুক্রবার (১৯ মার্চ) দুইদিন ব্যাপী আদিবাসী যুব সম্মেলন শুরু হয়েছে। আগামীকাল শনিবার (২০ মার্চ) সম্মেলনের শেষ দিন। এদিন আদিবাসী যুব ফোরামের কাউন্সিল অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো সম্মেলনটি আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৯ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে আদিবাসী যুব ফোরামের সম্মেলনের উদ্বোধন করেছেন। তিনি তার বক্তব্যে তরুণদের হতাশা ঝেড়ে ফেলে সময়কে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস আদিবাসী যুবকদের উদ্দেশে বলেন, হতাশ হওয়া যাবে না, হতাশা যেকোনও কাজে প্রতিবন্ধকতা তৈরি করে। তিনি ভূটান ও মালদ্বীপের উদাহরণ দিয়ে বলেন, ওই দুই দেশে যে জনসংখ্যা তার চেয়ে তোমরা (আদিবাসী যুবরা) সংখ্যায় বেশি। বাংলাদেশে ৪০ লাখ আদিবাসীর মধ্যে ‍যুব শ্রেণির সংখ্যা এক-তৃতীয়াংশ, যা ওই দুই দেশের মোট জনসংখ্যার চেয়ে বেশি।যার ফলে হতাশ হওয়া যাবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরীন বলেন, আদিবাসী যুব ফোরামে কেবল শিক্ষিতরাই যেন না থাকে; যারা বাঁশি বাজিয়ে প্রতিবাদ করে, জুম চাষ করে, তারাও যেন এ কমিটিতে থাকে। তাহলে যুব ফোরাম হবে সবার।
বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং আদিবাসী তরুণদের উদ্দেশে বলেন, হতাশ হলে চলবে না। স্বপ্ন দেখতে ভুলে গেলে চলবে না। স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হবে। অনেক খারাপ সময় আসবে, কোনও কিছুই ঠিকঠাকভাবে হবে না, তবুও হতাশ হওয়া যাবে না। হতাশ হলে কাজের প্রতি আগ্রহ কমে যায়, গতি কমে যায়। বরং উপায় বের করে দ্বিগুণ বেগে ঝঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি তরুণদের। তিনি পাহাড় ও সমতলের আদিবাসীদের মধ্যে আরও যোগাযোগ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, সবাইকে নিয়ে কাজ করতে হবে। যোগাযোগ বিচ্ছিন্নতা সামনের দিকে এগোতে দেবে না।
এছাড়াও অনুষ্ঠানে জন যেত্রা (সভাপতি, বাগাছাস, কেন্দ্রীয় কমিটি), বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের ও বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) এর সাধারণ সম্পাদক অলিক মৃ বক্তব্য রাখেন। এর আগে আদিবাসী যুব ফোরামের সদস্য চন্দ্রা ত্রিপুরার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদিবাসী যুব ফোরামের আহ্বায়ক অনন্ত বিকাশ ধামাই।
উল্লেখ্য যে, আদিবাসী যুব সম্মেলনে আদিবাসী যুব ফোরাম ৯ দফা দাবি উত্থাপন করেছেন। 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।