সিরাজগঞ্জের তাড়াশে কলেজছাত্রীকে বাসায় পড়াতে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা।
বৃহস্পতিবার রাতে ওই উপজেলার তালম ইউনিয়নের গুল্টা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আবু সাইদ একই গ্রামের জাফর মোল্লার ছেলে। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ধরর্ষীতা ছাএির বাবা।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই কলেজছাত্রীকে দীর্ঘদিন প্রাইভেট পড়াতেন মোঃ আবু সাইদ। বৃহস্পতিবারে আবু সাইদ খোজ খবর নিয়ে বুঝতে পারে যে কলেজ ছাএির বাবা মা আত্মিও স্বজনের বাড়িতে বেরাতে গিয়াছে এ সুযোগে তিনি রাএিতে বাড়িতে প্রবেশ করে মেয়ে সরল মনে দরজা খুলে দেন তারপর পড়াশোনার কথা মতবিনিময় করে তার পর ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন তিনি। পরে ধর্ষণের শিকার ছাত্রীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আবু সাইদকে আটক করে গণপিটুনি দেয়।
তাড়াশ থানার ওসি ফজলে আশিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।
#CBALO/আপন ইসলাম