মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০২ বোতল ফেন্সিডিলসহ শাহীন মিয়া বাবু (৩২) নামের এক মাদক কারবারীকে আটক করেছে র্যাডিট এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-১২ এর সদস্যরা।
আটক শাহীন মিয়া বাবু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার তারাপুর মুন্নাপাড়া গ্রামের সুরুজ উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানান, গোপন সাংবাদে র্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল জেলার সলঙ্গার ধোপাকান্দি এলাকায় অস্থায়ী চেক পোষ্ট বসিয়ে যাত্রীবাহী বাস নওগাঁ ট্রাভেলস তলাশি করে ৪০২ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ মাদক কারবারীকে আটক করা হয়। এসময় তার কাছে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোবাইল, ১ হাজার টাকা জব্দ করা হয়। আলামতসহ মাদক কারবারীকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
#CBALO/আপন ইসলাম