ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর আর এনটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন খানকে ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের নেতৃত্বে একদল দুর্বৃত্ত লাঞ্ছিত করার প্রতিবাদে বৃহস্পতিবার(১৮/৩)দুপুরে নবীনগর- কোম্পানিগঞ্জ সড়কে বাঙ্গরা বাজার সংলগ্ন ব্রীজের পাশে রাস্তায় মানববন্ধন করেন ওই শিক্ষকের গ্রামের লোকজন। মানববন্ধনের এলাকার সর্বস্তরের নেতৃবৃন্দরা অংশ গ্রহন করেন। এই সময় ভাইস-চেয়ারম্যান সাদেকের লোকজন মানববন্ধনে হামলা করলে এলাকাবাসী আরো প্রতিবাদে ফুঁসে উঠে । প্রধান শিক্ষককে লাঞ্ছিতকারী নবীনগর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন সাদেক সহ দুর্বৃদের ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করে মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আরিখ খান, লোকমান মেম্বার, লিটন সরকার, টিপু মিয়া, ডাক্তার শওকত হোসেন, আল-আমিন খান, রুবেল সরকার, আজহারুল ইসলাম, শিশু মিয়াসহ আরো অনেকে ।
মানববন্ধনে বক্তারা আরো বলেন- শিক্ষক আল আমিন খানকে লাঞ্ছিত করার মাধ্যমে পুরো শিক্ষক সমাজকে লাঞ্ছিত করা হয়েছে। একজন জনপ্রতিনিধির কাছে এমন জগন্যতম নিন্দনীয় কাজ কখনোও জাতি আশা করেনি। দ্রুত গ্রেপ্তার করা না হলে অন্যথায় কঠিন আন্দোলনসহ নবীনগর-কোম্পানিগঞ্জ সড়ক অচল করে দেওয়ার হুশিয়ারী দেন। উল্লেখ্য, গত মঙ্গলবার নবীনগর উপজেলা পরিষদ চত্তরে প্রধান শিক্ষক আল আমিন খানের উপর উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন সাদেক-এর নেতৃত্বে একদল দুর্বৃত্ত প্রকাশ্যে হামলা করে যা সোস্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হয়।
#CBALO/আপন ইসলাম