যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের নাগরপুরে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মামুদনগর ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন। ইউনিয়ন আওয়ামী লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম বিল্পবের সভাপতিত্বে বক্তব্য রাখে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আ. আলিম , সাবেক প্রধান শিক্ষক আ. খালেক মিঞা, সাবেক ছাত্র নেতা মো. হাবিবুর রহমান হাবিব, ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. আরিফ হোসেন প্রমুখ। এসময় ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
#CBALO/আপন ইসলাম