ময়মনসিংহের ধোবাউড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মদিন পালিত হয়েছে। বুধবার ( ১৭ মার্চ) রাত ৮ টায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০১ তম জন্মদিন পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম তুলা, শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম বিপ্লব, বরকত উসমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন রিপন, ছাত্রলীগ সাধারন সম্পাদক মেহেদী হাসান রনি, যুব লীগ নেতা আনোয়ারুল ইসলাম ইকবাল প্রমুখ। এছাড়াও ধোবাউড়া প্রেসক্লাবের উদ্যোগে শেখ মজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কেক কেটে জন্মদিন পালন করেন সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সাধারন সম্পাদক মঞ্জুরুল হক সহ সদস্য বৃন্দ।
#CBALO/আপন ইসলাম