বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে প্রথম বারের মতো আয়োজন করা হলো ম্যারাথনের। জেলার সখিপুরে এ ম্যারাথন ও মিনি ম্যারাথনের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন জেলার প্রায় ৩শতাদিক রানার অংশগ্রহণ করেন। তারা সন্তুষ্টি প্রকাশ করে প্রতিবছর এই আয়োজনের দাবি জানান। আর আয়োজক প্রতিবছর ম্যারাথনের আয়োজন করা আশ্বাস দেন। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আজ বুধবার সকালে (সখিপুর-বাসাইল রানার গ্রুপের আয়োজনে ও বাংলাদেশ বিডি রানার গ্রুপের সহায়তায়) টাঙ্গাইলের সখীপুরে হাফ ম্যারাথন ও মিনি ম্যারাথনের আয়োজন করা হয়। হাফ ম্যারাথন (২১ কিলোমিটার) সখীপুরের তৈলধারা-গড়বাড়ি থেকে শুরু হয়ে ইন্দারজানি-চাটানপাড়া, ইন্দারজানি-গড়বাড়ি, তৈলধারা-মহানন্দনপুর মহিলা কলেজ সড়ক হয়ে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। আর মিনি ম্যারাথন (১০ কিলোমিটার) তৈলধারা-গড়বাড়ি থেকে শুরু হয়ে তৈলধারা-মহানন্দনপুর, মহিলা কলেজ সড়ক হয়ে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা জানান দীর্ঘদিন ঘরবন্ধী থাকার পর আজ এতো লোকের মাঝে একত্রিত হয়ে ম্যারাথনে অংশগ্রহণ করতে পেরে খুশি তারা। প্রতিবছর ম্যারাথন আয়োজনের দাবি তাদের। আয়োজক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে সখীপুরে হাফ ম্যারাথন ও মিনি ম্যারাথনের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩শতাদিক রানার এতে অংশ নেয়। পরবর্ততেও ম্যারাথনের আয়োজন করার কথা জানান তিনি।
#CBALO/আপন ইসলাম