সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীর পিতা বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী ও শিশুদিবস যর্থাযোগ্য মর্যাদার মাধ্যমে পালিত হয়েছে। দিবসের কর্মসূচী অনুযায়ী সকাল ৬:১৩ মিনিটে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। হরিপুর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পূষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, উপজেলা নিবার্হী অফিসার আব্দুল করিম, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, হরিপুর থানা অফিসার ইনর্চাজ আওরঙ্গজেব, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, অধ্যক্ষ সৈইদুর রহমান, জেলা পরিষদ সদস্য জামাল উদ্দীন, প্রেসক্লাব সভাপতি শফিকুল আজম সুজা চোধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদসহ উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ ও প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ। এছাড়াও দিবসটি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালন করা হবে ।
#CBALO/আপন ইসলাম