কিশোরগঞ্জের তাড়াইলে মাদক, জুয়া,ইয়াবা ও ইভটিজিং রোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৬ ই মার্চ ২০২১ ইং আজ মঙ্গলবার বিকেলে উপজেলার দিগদাইড় ইউনিয়নের সিংধা বাজারে সভার আয়োজন করা হয়। উক্ত সভার আয়োজনে মানব কল্যাণ পরিষদের সকল সদস্যবৃন্দ স্বতস্ফুর্তভাবে কাজ করে যান। সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৬নং দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন ভূঞা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ভূঞা শাহীন। বিশেষ অতিথি তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান, তাড়াইল উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাজমুল ইসলাম আকন্দ, মানবকল্যান সংগঠনের সভাপতি ইকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম বাকীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে আহ্বান জানান এবং আরও বলেন মাদকের বিরোধী সকলের রুখে দাঁড়াতে হবে। এছাড়া এলাকায় যাতে কোন প্রকার অপরাধ না ঘটে সেদিকেও নজর রাখতে এবং সচেতন থাকার আহ্বান জানান। অফিসার ইনচার্জের কাছ থেকে আরও জানা যায়, তিনি তার প্রশাসনকে নিয়ে সার্ভিকভাবে সহযোগিতা করে যাবে সবসময় মাদকের বিরুদ্ধে।
#CBALO/আপন ইসলাম