রবিবার , ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ম্যাজিশিয়ান বৈরাগী সুজনের  ৩৬ তম জন্মদিন পালিত 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২ জুন, ২০২০
হিমেল চন্দ্র রায়,নীলফামারি জেলা প্রতিনিধিঃ
ভয়াবহ এই করোনার সময়ে যখন কোন জনপ্রতিনিধি চাল চুরির দায়ে বিতর্কিত হচ্ছেন, কেউবা হাত গুটিয়ে বসে আছেন; ঠিক তখনই ব্যক্তিগত দায়বদ্ধতা ও মানবিকতা দিক থেকে কেউ কেউ অসহায় মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে কৃজ্ঞতা প্রকাশ করেন ম্যাজিশিয়ান বৈরাগী সুজন।
গতকাল রাতে ঢাকার মালিবাগে মনের অজান্তে ম্যজিশিয়ান অফিসে জন্মদিন পালিত হয় এসময় উপস্থিত ছিলেন ইয়ুথ ম্যাজিশিয়ান সোসাইটির প্রতিষ্ঠিতা ও উপদেষ্টা নন্দিত জাদুকর ও শিশু বন্ধু  শাহীন শাহ্, সভাপতি সাবা হক অনিক, সাধারণ সম্পাদক সাদাত মামুন, কার্যনির্বাহী সদস্য এম রহমান,দপ্তর সম্পাদক মোঃ ইমরান হোসেন প্রমুখ।
বৈরাগী সুজন নীলফামারি জেলার ডোমার উপজেলায় মধ্যবিত্ত পরিবারে আজকে ১৯৮১ সালে ১লা জুন মাসে এইদিনে জন্ম গ্রহণ করেন। স্কুল জীবন থেকে ম্যাজিকের প্রতি তার ভালবাসার বহিপ্রকাশ ঘটে ,আর সেই ভাল লাগা থেকেই আজকের ম্যাজিশিয়ান বৈরাগী সুজন। বর্তমানে সামাজিক, সাংস্কৃতিক ও স্কুল-কলেজ অনুষ্ঠানে ম্যাজিক দেখিয়ে দর্শকদের মন জয় করেন।
জন্মদিন সম্পর্কে বৈরাগী সুজন ভালবাসায় সিক্ত হয়ে ফেসবুকে সকল বন্ধু-বান্ধব সকলকে ধন্যবাদ জানিয়ে ফেসবুকে একটি বার্তা দেন পাঠকদের জন্য হবহু তুলে ধরা হলো।
সকলের জন্য ভালোবাসা চিরন্তন,আর এই চিরন্তন ভালোবাসাই মানুষকে দিতে পারে আন্তরিকতা ও সহনশীলতার মাঝে বেঁচে থাকার প্রয়াস।  আর কিছু কিছু ভালোবাসা ও স্নেহ-আদর সত্যিই হৃদয় ছুঁয়ে যায় উজ্জল নিদর্শন। আমার মনেই নেই যে আজ আমার জন্মদিন।
শাহীন শাহ্ স্যার আমাকে ফোন করে ওনার মালিবাগের অফিসে আসতে বললেন জরুরী আলাপের জন্য এসে দেখি স্যার, মামুন ভাই,এম রহমান ভাই আমার জন্মদিনের কেক নিয়ে প্রস্তুত।  আমি অফিসে আশা মাত্রই তাদের উষ্ণু অভ্যর্থনায় সিক্ত হলাম। আজ আমি ধন্য ও গর্বিত এরকম সুপচিন্তক ও আন্তরিক সহযোগীদের সঙ্গে থাকতে পেরে সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন,মনে রাখবেন আপনার সুরক্ষা আপনার হাতেই যেখানে সৃষ্টি হবে সুন্দর।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।