রবিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাড়ি ফিরল জোড়া মাথার সেই রাবেয়া-রোকাইয়া ফুল দিয়ে বরণ করলেন দাদা ও দাদী

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

সফল অস্ত্রপচার ও দীর্ঘ চিকিৎসার পরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে পাবনার চাটমোহরে গ্রামের জোড়া মাথা থেকে আলাদা হওয়া যমজ শিশু রাবেয়া-রোকাইয়া। সোমবার ১৬ মার্চ বিকেল ৫টায় উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা গ্রামের বাড়িতে রাবেয়া-রোকাইয়া তাদের মা বাবার সাথে বাড়িতে এসে পৌঁছায়। গ্রামের বাড়িতে তাদের আসার খবর মানুষের কানে পৌছালে আশপাশের শত শত উৎসুক জনতা তাদের এক নজর দেখতে বাড়িতে ভিড় করতে থাকে। বিকেলে গ্রামের বাড়িতে তাদের দুইবোন রাবেয়া-রোকাইয়াকে ফুল দিয়ে বরণ করেন তাদের বৃদ্ধ দাদা আলহাজ্ব মহির উদ্দিন মন্ডল ও দাদি নোমেছা খাতুন। গতকাল রবিবার দুপুরে রাবেয়া-রোকাইয়ার বাড়ি ফিরে যাওয়া উপলক্ষে ঢাকার সিএমএইচ-এ ‘মুজিব শতবর্ষে শুভ গৃহ প্রত্যাবর্তন’ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০১৯ সালের ০১-০৩ আগস্ট রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৩৩ ঘণ্টার অস্ত্রোপচারে জোড়া মাথার যমজ শিশু রাবেয়া-রোকাইয়ার খুলি ও ব্রেন সফলভাবে আলাদা করা হয়। এ ধরনের অপারেশন সারা বিশ্বেই বিরল এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথম। অপারেশন পরবর্তী সাফল্যও বিশ্বে খুব বেশি নয়। মূল অপারেশনের পরে বিভিন্ন ধাপে শিশু দুটির আরো বেশ কয়েকটি অপারেশন সম্পন্ন হয়। সবশেষ ২০২০ এর ২৮ অক্টোবর তাদের ৪র্থ ধাপের অপারেশন হয়। জন্মগত কিছু ত্রুটি ছাড়া শিশু দুটি বর্তমানে প্রায় সুস্থ আছে। রাবেয়া-রোকাইয়ার বাবা স্কুল শিক্ষক রফিকুল ইসলাম বলেন, প্রথমত আমি আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই এরপরে আমার মেয়ে দুটিকে আলাদা করেন এবং যার সার্বিক সাহায্য সহযোগিতা পেয়েছি তিনি হলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। এর বাইরে আমার গ্রামের মানুষসহ পুরো দেশ বাসীর যে ভালোবাসা ও দোয়া পেয়েছি সেটা আমি ভুলব না। সবশেষে আমি আবারও সবার কাছে মেয়ে দুটোর জন্য দোয়া কামনা করছি।

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।