আসন্ন নাটোরের সিংড়ার চামারী ইউপি নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান। সোমবার সকাল ১১টায় দলীয় নেতাকর্মী নিয়ে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি। রফিকুল ইসলাম খান চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রয়াত আব্দুর রাজ্জাক খানের পুত্র। তিনি ১৯৯৯-২০০৬ সাল পর্যন্ত ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ২০০৬-২০১২ সাল পর্যন্ত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি দ্বিতীয় মেয়াদে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
#CBALO/আপন ইসলাম