আসন্ন নাটোরের সিংড়া উপজেলার ৩ নম্বর ইটালী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আবেদন ফরম জমা দিয়েছেন, আশরাফুল এমপি স্মৃতি সংসদের সভাপতি, বগুড়া সরকারি আজিজুলহক কলেজ ছাত্রলীগ এর সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিংড়া উপজেলা ছাত্রলীগ এর সাবেক সহ-সভাপতি তাইজুল ইসলাম রিপন। রবিবার বিকাল ৪.৩০ টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ ও ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিনের কাছে তিনি এই আবেদন জমা দেন। এর আগে ২ শতাধিক নেতাকর্মী নিয়ে উপজেলা চত্বর থেকে পায়ে হেঁটে আওয়ামী লীগ কার্যালয়ে যান এবং আবেদনপত্র সংগ্রহ করেন। এ সময় ইটালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিলটন আহমেদ মিঠু,সহ-সভাপতি মনির ইসলাম,সাংগঠনিক রুহুল সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
#CBALO/আপন ইসলাম