মঙ্গলবার , ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৮ই শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষা সফর অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ মার্চ, ২০২১

ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও বার্ষিক শিক্ষা সফর ১৩ই মার্চ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনবিভাগের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হক বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চেয়ারম্যান সমিতির সাবেক সহ-সভাপতি মো. শাহাব উদ্দিন ভূইঁয়া, চেয়ারম্যান সমিতির বর্তমান সাধারণ সম্পাদক ও চন্ডীপাশা ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল হক ভূইঁয়া, গাংগাইল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন, গাংগাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী আতাউল করিম বাবুল, লেখক আতাউর রহমান বাচ্চু, নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম আনজু, নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি জাকির হোসেন ভূইঁয়া, মৎস্য আড়ৎ সমিতির সভাপতি আব্দুর রহমান সবুজ, প্রথম শ্রেনীর ঠিকাদার মো. সাইফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সাবেক মেম্বার রতন ভূইঁয়া, মানবাধিকার কমিশনের সহ-সভাপতি ডা. ফখর উদ্দিন ভূইয়া, কমলগঞ্জ উপজেলা যুগান্তর প্রতিনিধি মো. আব্দুর রাজ্জাক রাজা সহ কমলগঞ্জ উপজেলার আরও কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন। দিনব্যাপী ভ্রমন শেষে বিকালে বনবিভাগের অডিটরিয়ামে সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের গঠন তন্ত্র সংশোধন সহ কমিটিতে “তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক” সংযুক্ত করা হয়। আলোচনায় অংশ গ্রহন করেন নান্দাইল প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক এ.বি সিদ্দিক খসরু, ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, রফিকুল ইসলাম রফিক, আবুল হাসেম, আবু হানিফ সরকার, মিসেস ইছমত আরা বেগম, সাবেক সভাপতি হাফিজুর রহমান চন্দন, মঞ্জুরুল হক মঞ্জু, ইউসুফ আকন্দ মুজিবুর, মাহমুদুল হাসান পারভেজ,রমজান আলী, এইচএম সাইফুল্লাহ, মাহাবুব আলম খান, সিএনএন বাংলা টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম মোড়ল, নান্দাইল সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক শাহজাহান ফকির, ফরিদ মিয়া, মো. আজিজুল হক, মেহেদী হাসান শুভ, ইব্রাহিম খলিল কামাল, মোখলেছুর রহমান, আবু হানিফা, প্রভাষক আমিনুল হক বুলবুল, এসএ রুহুল আমিন, নজরুল ইসলাম ও মনোয়ার হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে অংশগ্রহনকারী ১২০জন প্রতিনিধিকে প্রেসক্লাবের পক্ষ থেকে ৩ প্রকার প্রীতি উপহার সামগ্রী প্রদান করা হয়।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।