সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বরিশালে জাটকা পরিবহনের দায়ে পাঁচজনকে জরিমানা ; বাস-মিনি ট্রাক জব্দ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ মার্চ, ২০২১

জাটকা বিরোধী পৃথক অভিযানে ১২ হাজার ২০০ কেজি (৩০৫মন) জাটকা জব্দ করা হয়েছে। পাশাপাশি এসময় পাঁচ জনকে আটক করে জাটকা পাচারের অপরাধে বিভিন্ন পরিমানে জরিমানা করা হয়েছে। অভিযানে অন্তরা নামের একটি যাত্রীবাহি বাসসহ একটি মিনি পিকআপ জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে রবিবার সকালে বরিশাল সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে নগরীর রূপাতলীস্থ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেশকিছু যানবাহন থেকে ১২ হাজার ১৬০ কেজি জাটকা জব্দর পাশাপাশি চার জনকে আটক ও পটুয়াখালী থেকে ঢাকার সায়েদাবাদগামী যাত্রীবাহি অন্তরা পরিবহন ও একটি পিকআপ জব্দ করা হয়েছে। পরে জব্দ জাটকাসহ আটককৃতদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মারুফ দস্তোগীরের পরিচালিত ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট জব্দকৃত জাটকাগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

 

এছাড়া আটক চার ব্যক্তিকে বিভিন্ন পরিমানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। একইদিন রাতে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার নীলখোলা নামকস্থানে হাইওয়ে থানা পুলিশ একমন ঝাটকাসহ ট্রাক চালক টুটুল হোসেনকে আটক করে। পরবর্তীতে তাকে উপজেলা ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স ঝাটকা বহনের অপরাধে চালকে পাঁচ হাজার টাকা জরিমানা করে জব্দকৃত ঝাটকা স্থানীয় কয়েকটি এতিমখানায় বিতরন করেছেন।##### বরিশালে সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল নগরীর কাশিপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে থ্রি হুইলার চালকসহ আরও চারজন। আহতদের উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আরও এক জনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার সকালে হাসপাতা‌লের ওয়ার্ড মাষ্টার আবুল কালাম জানান, রা‌তে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় নোমান হা‌ফিজকে (১৪) শেবা‌চিমে ভ‌র্তি করা হয়। চি‌কিৎসাধীন অবস্থায় মধ্যরা‌তে তার মৃত্যু হয়।

 

নোমান বরগুনা জেলার বামনার আমতলী এলাকার হা‌ফিজ আকতা‌রের পুত্র। এরআ‌গে একই দুর্ঘটনায় হাসপাতা‌লে নেয়ার প‌থে মোহাম্মদ হামজা নামের ১২ বছরের এক শিশু নিহত হয়। হামজা একই এলাকার বাসিন্দা মোঃ আবু জাফ‌রের পুত্র। তারা দু’জনেই নগরীর কাউনিয়া এলাকার তাহফিজুল কোরআন মাদরাসায় হেফজ বিভাগের ছাত্র ছিলো। ঘটনাস্থল পরিদর্শন করে এয়ারপোর্ট থানার সহকারি উপ-পরিদর্শক মোঃ রাজিব জানান, মাদ্রাসার শিক্ষক আকতারুজ্জামান হাফিজ তার দুই পুত্রসহ পাঁচজন ছাত্রকে নিয়ে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছিনা দরবার শরীফের মাহফিলে যান। মাহফিল শেষে শনিবার রাতে একটি থ্রি হুইলার মাহিন্দ্রাযোগে মাদ্রাসার উদ্দেশ্যে ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরীর কাশিপুর এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাসের সাথে মাহেন্দ্রার সংঘর্ষ হয়।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।