মঙ্গলবার , ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৮ই শাবান, ১৪৪৭ হিজরি

রামগড়ে শান্তকরণ কর্মসূচীর আওতায় বিজিবির সহায়তা প্রদান

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ মার্চ, ২০২১

খাগড়াছড়ির রামগড়ে শান্তকরণ কর্মসূচীর আওতায় গরীব ও অসহায়দের মাঝে ঢেউটিন ও নগদ সহায়তা প্রদান করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। সকালে জেলার রামগড়ে বিজিবির জোন সদরে গরীব ও অসহায়দের মাঝে এসব ঢেউটিন ও নগদ সহায়তা তুলে দেন জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ আনোয়ারুল মাযহার। এসময় জোন অধিনায়ক জানান, পর্যায়ক্রমে দুর্গম এলাকায় নিরাপদ পানির জন্য টিউবওয়েল স্থাপন, মসজিদ-মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় সংস্কারে সহায়তাসহ খেলাধুলা সরঞ্জাম বিতরণ করার উদ্যেগ নিয়েছে ৪৩ বিজিবি। বিজিবি জানায়, জোন অধীনস্ত বিভিন্ন এলাকার অসহায়, হতদরিদ্র প্রায় ২৮ জন পাহাড়ী-বাঙ্গালীকে বিজিবির পক্ষ হতে শান্তকরণ কর্মসূচীর আওতায় ৮ বান্ডেল ঢেউটিন ও প্রায় ১লক্ষ টাকার নগদ সহায়তা প্রদান করা হয়েছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এসময় স্থানীয় গণ্যনাম্য ব্যক্তিবর্গ, সংবাদকর্মী ও পদস্থ বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।