পঞ্চগড়ের আটোয়ারীতে অভিজ্ঞতা বিনিময় সফর হিসেবে পল্লী শ্রী-সংস্থা কর্তৃক মানব কল্যান পরিষদের প্রসপেক্ট প্রকল্পের কর্মএলাকা পরিদর্শন করা হয়েছে। দাতা সংস্থা নেট্জ বাংলাদেশের সহযোগিতায়, বিএমজেড এর অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র আয়োজনে প্রমোশন অফ সোস্যাল পার্টনারশীপ ফর ইম্পাওয়ারম্যান্ট অফ মারজিনালাইজড কমিউনিটি ইন ৬ ডিসট্রিক্ট এন্ড এট ন্যাশনাল লেভেল ইন বাংলাদেশ-প্রসপেক্ট প্রকল্পের কার্যক্রম হিসেবে মানব কল্যাণ পরিষদ-এমকেপি আটোয়ারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএমজেড এবং নেটজ বাংলাদেশের সহযোগী সংস্থা পল্লী শ্রী কর্মএলাকা পরিদর্শন করেন। প্রথমে উপজেলার বলরামপুর উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট ফোরাম এবং আলোয়াখোয়া ইউনিয়নের ডুংডুংগি হাট নাগরিক সমাজ সংগঠন পরিদর্শন করেন।
পল্লী শ্রী অভিজ্ঞতা বিনিময় সফর দলে প্রতিনিধিত্ব করেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রসপেক্ট প্রকল্পের মাঠ সংগঠক মোছাঃ শামিমা নাসরিন এবং মোঃ মাজেদুর রহমান। অভিজ্ঞতা বিনিময় সফরে দুই-সংস্থার কার্যক্রম অভিজ্ঞতা বিনিময় করা হয়। উল্লেখ্য যে, পরিদর্শন কালে প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে ডুংডুংগি হাট নাগরিক সমাজ সংগঠনের উপস্থাপনায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে মঞ্চ নাটক প্রদর্শন করা হয়। মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র পক্ষ থেকে পরিদর্শন দলকে সহযোগিতা করেন প্রসপেক্ট প্রকল্প, আটোয়ারীর এলাকা সমš^য়কারী মঞ্জুরুল তারিক।