দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হওয়ায় পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ভাঙ্গুড়া পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেলকে সংবর্ধনা দিয়েছেন।আজ শনিবার বিকালে চন্ডিপুর দাখিল মাদ্রাসা মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে খাঁনমরিচ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেলকে স্বর্ণের নৌকা পরিয়ে বরণ করে নেন।এসময় মেয়রকে বীর মুক্তিযোদ্ধা লতিফ মির্জা স্মৃতি পরিষদের সভাপতি মোঃ মনোয়ার হোসেন খান মিঠু ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।
খাঁনমরিচ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আসাদুজ্জামানের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ছবি, যুগ্মসাধারণ সম্পাদক রমজান আলী খান, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মোঃ আসলাম আলী, মহিলা জেলা পরিষদের সদস্য গুলশান আরা পারভীন লিপি, উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান হাসান আরিফ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীসহ খানমরিচ ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতাকর্মী।
#CBALO/আপন ইসলাম