পাবনায় অস্ত্র তৈরীর কারখানায় পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধারের ঘটনার সাথে সাবেক সংসদ সদস্যকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু। বৃহস্পতিবার দুপুরে পাবনার বেড়ায় স্থানীয় কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু বলেন, গত ৮ মার্চ পাবনার বেড়া উপজেলার নাটিয়াবাড়িতে একটি অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পেয়ে পুলিশ অভিযান চালায় । সেখানে অবৈধ অস্ত্র ও জড়িত দুইজনকে আটক করে আইন শৃক্সখলা বাহিনী। এ ঘটনায় সাবেক এমপি খন্দকার আজিজুল হক আরজুর ভাতিজার বাড়িতে অভিযান চালানো হয়েছে উল্লেখ করে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। যা ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেন তিনি । তিনি বলেন, যাকে তার ভাতিজা হিসেবে উল্লেখ করা হয়েছে তার সাথে কোনো সম্পর্ক নেই। একটি স্বার্থন্বেষী মহল তাকে হেয় করতে মিথ্যা তথ্য পরিবেশন করেছে। এ সময় সংবাদ সম্মেলনে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
#CBALO/আপন ইসলাম