ময়মনসিংহের নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান আকন্দ বৃহস্পতিবার নান্দাইল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মাদক ও বাল্যবিবাহ রোধে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় নান্দাইল উপজেলাকে মাদক ও বাল্যবিবাহ মুক্ত করতে তিনি সকল কলম সৈনিক সহ সর্বস্তরের লোকজনের সহযোগীতা কামনা করেন। এছাড়া তিনি আরও বলেন, শুধু মাদক ও বাল্যবিবাহ রোধই নয়, ইভটিজিং, ধর্ষন, নারী ও শিশু নির্যাতন সহ সকল ধরনের সামাজিক ও রাষ্ট্রবিরোধী অপরাধীদের কোন ছাড় দেওয়া হবে না। এসময় উপস্থিত ছিলেন নান্দাইল মডেল থানার ওসি তদন্ত আবুল হাসেম, নান্দাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ এনামুল হক বাবুল, যুগ্ম সম্পাদক এবি সিদ্দিক খসরু, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম আঞ্জু, প্রেসক্লাবের অডিটর মাও. ইসলাম উদ্দিন, নির্বাহী সদস্য এহতেশামউল হক শাহীন, সিএনএন বাংলা টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম মোড়ল, সদস্য মো. রমজান আলী, মাও. হাবিবুর রহমান, নান্দাইল সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক শাহজাহান ফকির প্রমুখ। মতবিনিময় সভায় ওসি মিজানুর রহমান আকন্দ আরো জানান মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে প্রশাসনকে তথ্য দিয়ে সাংবাদিকরা বিশেষভাবে ভূমিকা রাখতে পারে। যে কেউ এসমস্ত অপরাধের বিষয়ে পুলিশ প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগীতা করলে তথ্যদাতার তথ্য গোপন রাখা হবে বলে জানান। এছাড়া অফিসার ইনচার্জ সভা শেষে নান্দাইল প্রেসক্লাবের নিজস্ব দ্বিতল ভবনে আইটি বিভাগ ও প্রেসক্লাব পাঠাগার দেখে সন্তোষ প্রকাশ করেন।
#CBALO/আপন ইসলাম