বৃহস্পতিবার , ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, আহত ৩

প্রকাশিত হয়েছে- সোমবার, ১ জুন, ২০২০
নীলফামারি জেলা প্রতিনিধি:
নীলফামারী জেলা সদরে মজিদুল ইসলাম (৩৫) নামে এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। এ ঘটনায় আরো গৃহবধু সহ ৩ জন আহত হয়েছেন।আজ সোমবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত সাইদুল জেলা সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের সহির উদ্দিনের ছেলে ছেলে।
বজ্রপাতে আহতরা হলেন কুন্দপুকুর ইউনিয়নের পাটকামড়ী গ্রামের শ্যামল চৌধুরীর স্ত্রী দীপা(২০) , রামনগর ইউনিয়নের রামনগর গ্রামের নাজিমুদ্দিনের ছেলে আব্দুল আউয়াল(১৬) ও টুপামারী ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মইনুল ইসলামের ছেলে রুবেল (২২)। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সময় নিহত ও আহতরা বাড়ির বাহিরে কৃষি কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় বজ্র সহ বৃস্টি শুরু হয়। প্রচন্ড বজ্রপাত ঘটলে তারা হতাহত হয়। হাসপাতাল ও সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের বরাত দিয়ে নীলফামারী সদর থানার ওসি মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।