দিনাজপুরের চিরিরবন্দরে মৎস্য অধিদপ্তরের আয়োজনে “নিরাপদ মাছে ভরবো দেশ” মুজিব বর্ষে বাংলাদেশ” এই স্লোগানে উপজেলার ১২ টি ইউনিয়নে ১ জন করে মোট ১২ জন নির্বাচিত লিফদের মাঝে মৎস্য উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মৎস্য কার্যলয়ের সামনে উপজেলা মৎস্য কর্মকর্তা পূরবী রাণী রায়ের সঞ্চলনায় ও উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের উপ-প্রকল্প পরিচালক ( ইউনিয়ন প্রকল্প) মোঃ বদরুজ্জামান মানিক।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক (ঢাকা) মোঃ খালেকুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আয়বুর রহমান শাহ্ প্রমূখ।
মৎস্য অফিস সুত্রে জানাগেছে, উপজেলার ১২টি ইউনিয়নে ২০২০-২১ অর্থবছরে মৎস্য চাষ প্রযুক্তি সেবা স¤প্রসারণ ইউনিয়ন প্রকল্প ২য় পর্যায় এর আওতায় ১২ জন লিফের প্রত্যেককে ১টি করে সাইন বোর্ড, ১টি ক্যালকুলেটর, ১টি ছাতা, ১ টি রেইনকোট, ১টি ব্যাগ, ১টি এ্যাপ্রোন এবং ১টি করে বাইসাইকেলসহ অন্যন্য সামগ্রী বিতরন করা হয়।
CBALO/আপন ইসলাম