মঙ্গলবার , ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৮ই শাবান, ১৪৪৭ হিজরি

চিরিরবন্দরে নব-নির্বাচিত লিফদের মাঝে বাইসাইকেল বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

দিনাজপুরের চিরিরবন্দরে মৎস্য অধিদপ্তরের আয়োজনে “নিরাপদ মাছে ভরবো দেশ” মুজিব বর্ষে বাংলাদেশ” এই স্লোগানে উপজেলার ১২ টি ইউনিয়নে ১ জন করে মোট ১২ জন নির্বাচিত লিফদের মাঝে মৎস্য উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মৎস্য কার্যলয়ের সামনে উপজেলা মৎস্য কর্মকর্তা পূরবী রাণী রায়ের সঞ্চলনায় ও উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের উপ-প্রকল্প পরিচালক ( ইউনিয়ন প্রকল্প) মোঃ বদরুজ্জামান মানিক।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক (ঢাকা) মোঃ খালেকুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আয়বুর রহমান শাহ্ প্রমূখ।
মৎস্য অফিস সুত্রে জানাগেছে, উপজেলার ১২টি ইউনিয়নে ২০২০-২১ অর্থবছরে মৎস্য চাষ প্রযুক্তি সেবা স¤প্রসারণ ইউনিয়ন প্রকল্প ২য় পর্যায় এর আওতায় ১২ জন লিফের প্রত্যেককে ১টি করে সাইন বোর্ড, ১টি ক্যালকুলেটর, ১টি ছাতা, ১ টি রেইনকোট, ১টি ব্যাগ, ১টি এ্যাপ্রোন এবং ১টি করে বাইসাইকেলসহ অন্যন্য সামগ্রী বিতরন করা হয়।

 

CBALO/আপন ইসলাম

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।