পাবনার চাটমোহর উপজেলা আ’ওয়ামীলীগের কার্যকরী সদস্য ও ফৈলজানা ইউনিয়ন আওয়ামী’লীগের সভাপতি এবং সাবকে তিন বার সফল নির্বাচিত চেয়ারম্যান বর্ষীয়ান নেতা আলহাজ্ব মো: আজাদ হোসেন (৭২) তিনি গত ৪ঠা র্মাচ দুপর ১ ঘটিকায় ব্রেইন স্ট্রোক করনে । প্রথমে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকাস্থ নিউরো সাইন্স হাসপাতালে মস্তিষ্ক অপারশনের পরে স্কয়ার হাসপাতালের আই সি ইউ তে লাইফ সাপোর্ট রেখে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়। ১০ র্মাচ বুধবার সকাল ৯ টার দকিে চিকিৎসাধীন অবস্হায় তিনি ইন্তকোল করছেনে। ইন্নালল্লিাহি ওয়া রাজউিন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৪ মেয়ে, ১ ছেলে, বোন-আত্নীয় স্বজন রেখে গেছেন। তিনি ১৯৮৫ সাল থকেে ফৈলজানা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ও সভাপতির দায়ত্বি পালন করে আসছিলেন। তিনি ৩ মেয়াদে ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়ত্বি পালন করছেনে। পাবনা জেলা আওয়ামীলীগের পক্ষ থকেে ও ভাংগুড়া উপজেলা পরিষদের পক্ষ থেকে আলহাজ্ব মোঃ বাকী বিল্লাহ মরহুমের শোক-সন্তপ্ত পরিবাররে সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন এবং পরম করুনাময় ও অসীম দয়ালু আল্লাহু তায়ালার নিকট তাঁর বিদ্রেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছেনে।
CBALO/আপন ইসলাম